বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলার তৃতীয় ক্ষুদ্রতম উপজেলা হলো কাউখালী। সবুজ ঘেরা পাহাড় বেষ্টিত নয়নাভিরাম এই উপজেলায় শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণভাবে পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠী একত্রে বসবাস করে আসছে। এই উপজেলার মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন সহ আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি ও বেসরকারি সেবা সমূহ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাউখালী উপজেলা প্রশাসনের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৩নং ঘাগড়া ইউনিয়ন হতে কাউখালী উপজেলায় কাউখালী জিসি সড়কের যাওয়ার পথে অত্র ইউনিয়নের এ মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। বিকাল বেলা এ দৃশ্য যে কোন ভাবুক মনকে আলোড়িত করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস