Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রাঙ্গামাটি টেক্সটাইল মিলস লি:
বিস্তারিত

পার্বত্য অঞ্চলের উন্নয়ন এবং জনবলের কর্মস্থানের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে  ২য় পাঁচশালা পরিকল্পনাধীন ১৯৭৬ সালে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় সর্বমোট ১১৭১.২৬ লক্ষ টাকা (বৈদেশিক মুদ্রাঃ ৪৫৪.৪৩ লক্ষ  টাকা ,সরকারী ইক্যুইটিঃ ৪৪৭.১৩ লক্ষ  টাকা  এবং এডিপিঃ ২৬৯ (লক্ষ  টাকা) ব্যয় বিটিএমসি কর্তৃক রাঙামাটি টেক্সটাইল মিলটি রাঙ্গামাটির পার্বত্য জেলার কাউখালী উপজেলায় ঘাগড়া নামক স্থানে রাঙ্গামাটি-চট্টগ্রাম হাইওয়ের পাশে স্থাপিত হয়। প্রায় ৩০.৫৩ একর জমির উপর স্থাপিত ১২,৫২৮টি টাকুর ৯.৫৮ লক্ষ  কেজি সুতা উৎপাদন ক্ষমতা সম্বলিত স্পিনিং মিলটিতে ১৯৮৩ সালের জানুয়ারী মাসে পরীক্ষামূলক এবং জুন মাসে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু হয়।

 

১৯৯৬-৯৭ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় আংশিক বি.এম.আর(ই) কার্যক্রম এর মাধ্যমে ২৭০.৩৫ লক্ষ টাকা (বৈদেশিক মুদ্রাঃ ১৮৬.৭০ লক্ষ টাকা এবং  স্থানীয় মুদ্রা ১০৩.৬০ (লক্ষ টাকা) ব্যয়ে ৬০৪৮টি নতুন টাকু সংযোজন করা হয়। ফলে মিলটিতে মোট টাকুর সংখ্যা দাঁড়ায় (১২৫২৮+৬০৪৮)= ১৮,৫৭৬টি। যার উৎপাদন ক্ষমতা ১৪.৭৪ লক্ষ কেজি সুতা।