গ্রাম পুলিশ বা চৌকিদার ও দফাদার বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়াধী ইউ.পি পরিষদ সমুহের অনুকূলে সাধারণ ন্যাস্ত থাকে। গ্রাম পুলিশ সরকারের একটি অংশ। গ্রাম পুলিশগন ইউনিয়নের পরিষদের এবং ইউ.পি বাসীর প্রাথমিক নিরাপত্তার দায়-দায়িত্ব পালন করে থাকে। গ্রাম পুলিশগণ গ্রামের বা মহল্লার জনসাধারণের জান মালের পাহাড়াদার হিসাবে কাজ করে। যদি কোন কারণে উক্ত বাহিনী আইন শৃংখলা নিয়ন্ত্রণ করতে না পারে সে ক্ষেত্রে তারা পুলিশ বাহিনীকে ইনর্ফম করে থাকে।
১. তিনি দিনে ও রাতে ইউনিয়নে পাহারা ও টহলদারী করবেন।
২. অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করবেন।
৩. চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবেন।
৪. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্ক অবহিত করবেন, যা বিরোধ, দাংগা-হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগণের শান্তি বিঘ্নিত
করতে পারে।
৫. ইউনিয়নে নিম্নলিখিত অপরাধ সংগঠন বা সম্পাদনের অভিপ্রায় সম্পর্ক কোন তথ্য অবহিত হলে তা অনতিবিলম্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত
করবেন যেমন,
(ক) দাংগা-হাংগামা, (খ) গোপনে মৃতদেহ সরিয়ে জন্ম সংক্রান্ত তথ্য গোপন করা, (গ) কোন শিশুকে বাড়ী হতে বের করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া,
(ঘ) আগুনের সাহায্যে সংঘটিত ক্ষতি, (ঙ) বিষ প্রয়োগে গবাদি পশুর অনিষ্ট বা ক্ষতি করা, (চ) নরহত্যা বা আত্নহত্যার প্রচেষ্ট এবং উপরে উল্লেখিত
অপরাধ সংঘটন বা অপরাধ সংঘটন করা চেষ্টা।
৬. জন্ম ও মৃত্যু রেজিস্টার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সম্পর্ক ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।
৭. সরকারী কাজের উদ্দেশ্যে যে কোন স্থানীয় তথ্য সরবরাহ করবেন।
৮. খাজনা অথবা ভূমি উন্নয়ন কর, স্থানীয় কর, ফি বা অন্য পাওনা সংগ্রহ ও আদায়ে তিনি রাজস্ব কর্মচারীদের সহায়তা করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস