Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

পার্বত্য অঞ্চলের অর্ন্তগত কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নের মত এ ইউনিয়নে প্রায় ১০টি ভাষাভাষী ৫টি উপজাতীয় সম্প্রদায়ের বসবাস। প্রত্যেকটি উপজাতীয় গোষ্টিরই নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা রয়েছে। উপজাতীয়দের ভাষা ইন্দো-এরিয়ান, সিয়ানিজ-চাইনিজ ও টিবেটো-বার্মাণ পরিবারভুক্ত। ৫টি উপজাতীয় সম্প্রদায় হলো : ১) চাকমা ২) মারমা ৩) ত্রিপুরা ৪) তনচংগ্যা ৫)  চাক  সংখ্যাগরিষ্টাতার ক্রমানুসারে চাকমা ও মারমারাই প্রধান। এ অঞ্চলে বাঙালীদের অবস্থানের ইতিহাসও সুপ্রাচীন কালের। এখানে বর্তমানে বাংলা ভাষাভাষীর লোক সংখ্যাও উল্লেখ করার মত।