বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলার তৃতীয় ক্ষুদ্রতম উপজেলা হলো কাউখালী। সবুজ ঘেরা পাহাড় বেষ্টিত নয়নাভিরাম এই উপজেলায় শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণভাবে পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠী একত্রে বসবাস করে আসছে।
ঘাগড়া ছড়া/খাল থেকে এর উৎপত্তি। এটি ঘাগড়া ইউনিয়নস্থ চেলাছড়া এলাকা থেকে উৎপন্ন হয়ে ইছামতি নদীর সাথে মিশেছে। এই ঘাগড়া ছড়া/খাল হতেই ঘাগড়া ইউনিয়নের নামকরণ করা হয়েছে। ১৯৮২ সালের দিকে কলমপতি ইউনিয়নকে ৪টি ইউনিয়নে বিভক্ত করার পর ৩নং ঘাগড়া ইউনিয়ন এর সৃষ্টি হয় বলে জানা যায়।
৩নং ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পাহাড় ও পাহাড়ী ঢালে ধান উৎপন্ন হলেও এখানকার মূল ফসল হলো- হলুদ, আদা, কলা, আনারস, বরবটি ও অন্যান্য বিভিন্ন জাতের শাক-সব্জি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস