Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

বাংলাদেশের রাঙ্গামাটি পার্বত্য জেলার তৃতীয় ক্ষুদ্রতম উপজেলা হলো কাউখালী। সবুজ ঘেরা পাহাড় বেষ্টিত নয়নাভিরাম এই উপজেলায় শান্তি, সমৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণভাবে পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠী একত্রে বসবাস করে আসছে।

ঘাগড়া ছড়া/খাল থেকে এর উৎপত্তি। এটি ঘাগড়া ইউনিয়নস্থ চেলাছড়া এলাকা থেকে উৎপন্ন হয়ে  ইছামতি নদীর সাথে মিশেছে। এই ঘাগড়া ছড়া/খাল হতেই ঘাগড়া ইউনিয়নের নামকরণ করা হয়েছে।  ১৯৮২ সালের দিকে কলমপতি ইউনিয়নকে ৪টি ইউনিয়নে বিভক্ত করার পর ৩নং ঘাগড়া ইউনিয়ন এর সৃষ্টি হয় বলে জানা যায়।

১। ভূমি উন্নয়ন কর আদায়।

২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।

৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।

৪। নামজারীর প্রস্তাব দেয়া।

৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।

৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।

৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।